Wellcome to National Portal
Main Comtent Skiped

Mosque based children and mass education program

 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 

০১) ক) মডেল রিসোর্স সেন্টার -০৭টি ।   খ) সাধারণ রিসোর্স সেন্টার -১৮টি ।

নাটোর জেলায় মোট শিশু ও গণশিক্ষা কেন্দ্র ৮৯৪ টি।

প্রাক-প্রাথমিকঃ- ৩৮০টি

সহজ-কুরআন শিক্ষাঃ- ৫০২টি

বয়স্ক শিক্ষাঃ- ১২টি

দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসাঃ- ১৪টি।

* স্ব-স্ব উপজেলা মডেল রিসোর্স সেন্টার জেলা কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত নিয়মে কেন্দ্র শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।

 প্রাক-প্রাথমিকঃ- প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৫-৬ বছরের শিশুরা বাংলা, ইংরেজী, আরবী এবং গণিত শিক্ষা লাভ করে ।

সহজ কুরআন শিক্ষাঃ- সহজ কুরআন শিক্ষা  কেন্দ্রে ৬-১২ বছরের  শিক্ষার্থীরা কুরআন  শিক্ষা লাভ করে।

বয়স্ক শিক্ষা কেন্দ্রঃ- বয়স্ক শিক্ষা কেন্দ্রে  শিক্ষার্থী বাংলা, ইংরেজী, আরবী এবং গণিত শিক্ষা লাভ করে ।

০২)  দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা নাটোর জেলার প্রতিটি উপজেলায় ২টি করে মোট ১৪টি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা চালু করা হয়েছে। ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত শিশু ও শিক্ষা কার্যক্রম চলছে আপনার শিশুকে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গহণের সুযোগ গ্রহণ করতে পারেন।

প্রাক-প্রাথমিক শিক্ষা

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা
শিক্ষা কার্যক্রমকে সুনির্দিষ্ট এবং বাসত্মবভিত্তিক করতে এবং বিকাশের তত্ত্বীয় ধারণাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসতেই প্রত্যাশিত ফলাফলসমূহ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষার বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো-
প্রাক পঠন ও লিখন
1. শুদ্ধ উচ্চারণে কথোপকথন, নিজের নাম, ব্যক্তিগত পরিচয় বলতে পারবে।
2. শরীরের বিভিন্ন অঙ্গঁ প্রত্যঙ্গেঁর নাম বলতে ও চিনতে পারবে।
3. জাতীয় ফুল ফল, পশু, পাখি, দর্শনীয় স্থানের নাম ও অন্যান্য বিভিন্ন উপকরণের নাম ছবি দেখে বলতে পারবে।
4. জাতীয় সংগীত গাইতে পারবে।
5. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
6. ইংরেজি বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
7. শিশুদের উপযোগী বিভিন্ন ছড়া আবৃত্তি করতে ও গান গাইতে পারবে।
8. দুটি বাংলা বর্ণ নিয়ে গঠিত শব্দ সমূহ পড়তে ও লিখতে পারবে।
9. বাংলা বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।
10. কার বা স্বরচিহ্নগুলো বলতে ও লিখতে পারবে।
প্রাক গণিত
1. ছবি দেখে বিভিন্ন বিষয় যেমন- ছোট-বড়, কম-বেশি, লম্বা-খাটো, মোটা-চিকন, ভিতর-বাহির, উপর-নিচ, সামনে-পেছনে, কাছে-দূরে, উচু-নীচু, হালকা-ভারী ইত্যাদি সম্পর্কে বলতে পারবে।
2. ০-৫০ পর্যমত্ম সংখ্যাগুলো গণনা, চিনতে, পড়তে ও লিখতে পারবে।
3. একই ধরনের বস্ত্ত বা জিনিস শ্রেণী অনুযায়ী সাজানো এবং এক ধরনের নয়, এমন বসত্ম বা জিনিস আলাদা করতে পারেবে।
4. ০১-৩০ পর্যমত্ম সংখ্যাগুলো বানান করে পড়তে পারবে।
5. বাংলাদেশী মুদ্রা ও টাকা চিনতে পারবে।
6. 01-10 পর্যমত্ম বলতে ও লিখতে পারবে।
7. বাংলা ও ইংরেজি সাত দিনের নাম বলতে পারবে।
8. বাংলা ও ইংরেজি বার মাসের নাম বলতে পারবে।
নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা
1. আলস্নাহ তায়ালা যে সর্বশক্তিমান ও সৃষ্টিকর্তা তা বলতে পারবে।
2. ওজু, গোসল, পাক-পবিত্রতা, নামায সম্পর্কে জানবে ও নামাযের কিভাবে পড়তে হয় তা দেখাতে পারবে।
3. পিতামাতা এবং মুরম্নবীদের শ্রদ্ধা ও ভক্তি করতে পারবে।
4. সত্য মিথ্যা সম্পর্কে বলতে পারবে।
5. ভালো মন্দ আলাদা করতে পারবে।
6. মসজিদ ও কেবলা সম্পর্কে জানবে এবং কয়েকটি মসজিদের নাম বলতে পারবে।
7. আরবী হরফ/বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
8. শিশুদের উপযোগী ছোট ছোট বিভিন্ন দোয়া আবৃত্তি করতে পারবে।
9. আরবী বর্ণ নিয়ে গঠিত ছোট ছোট শব্দ পড়তে ও লিখতে পারবে।
10. আরবী বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।
চারু ও কারুকাজ (চিত্রাঙ্কন সহ)
১ . বস্নক, মাটি, পাতা, বিচি, কাগজ, কাঠি ইত্যাদি ব্যবহার করে নিজের ইচ্ছায় বিভিন্ন বস্ত্ত, খেলনা, খেলার সামগ্রী তৈরী করার মধ্য দিয়ে সৃজনশীলতা দেখাতে পারবে।
২. মৌলিক রং সম্পর্কে ধারণা লাভ করবে এবং রং চিনবে, ইচ্ছেমত বা উন্মুক্ত ছবি অাঁকা অনুশীলনের পাশাপাশি নির্ধারিত বিষয়ে এবং প্যাটার্ণ ব্যবহার করে ছবি অাঁকতে পারবে।
ক্রীড়া ও শরীরচর্চা
পেশী সঞ্চালনের দক্ষতা ও মসিত্মস্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা এবং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষে শিশুরা নিয়মিত বিভিন্ন ধরনের শরীরচর্চা করতে পারবে । 
জাতীয় সংগীত ও দৈনিক সমাবেশ
কেন্দ্রে সকল শিক্ষার্থীগণ দৈনিক সমাবেশে মিলিত হয়ে শিক্ষকের সহায়তায় পবিত্র কুরআন শরীফ থেকে ছোট ছোট সূরা তিলাওয়াত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও জাতীয় সংগীত সমস্বরে গাইতে পারবে ।
ছড়া ও গল্প
শিশুরা সাবলীল বাচনভঙ্গী ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আনন্দময় ও প্রাণবমত্ম বিভিন্ন ধরণের শিশুতোষ ছড়া,গল্প কবিতা ইত্যাদি শিখতে ও বলতে পারবে যা শিক্ষার্থীদেরকে পাঠের প্রতি আরও আগ্রহী করে তুলবে ।
সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য
প্রাক-প্রাথমিক সত্মরের শিক্ষার্থীরা ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক পরিবেশ ও স্বাস্থ্যের নানাবিধ দিক সম্পর্কে জানবে ও বলতে পারবে ।

সহজ কুরআন শিক্ষা

প্রাথমিক স্তরের (৪-৫) যে সব শিক্ষার্থী আরবী বর্ণমালার প্রাথমিক পরিচয় নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা নানা কারণে ঝড়ে পড়েছে এমন ৬-১০ বছর বয়সী শিক্ষার্থীদের সহজ কুরআন শিরোনামে শিক্ষাক্রম রয়েছে। সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে নিম্নে কয়েকটি উলেস্নখ করা হলো-
১। সহজভাবে পবিত্র কুরআন শরীফ পড়তে পারার দক্ষতা অর্জন করবে এবং দৈন্দিন জীবনে তা চর্চা করবে ।
২। ইসলাম ধর্মের নিয়ম-কানুন জানা ও মানার জন্য আগ্রহী হয়ে গড়ে উঠবে ।
৩। শিক্ষার্থীরা জীবনের গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জন করবে ।
৪। শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফে বর্ণিত বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটবে ।
৫। শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটবে।
শিখনফল 
পড়া ও বলাঃ

১। শিক্ষার্থীরা আরবী হরফ দেখে চিনতে ও পড়তে পারবে।
২। শিক্ষার্থীরা নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ চিনতে, পড়তে ও পার্থক্য করতে পারবে ।
৩। ২৯টি আরবী হরফের উচ্চারণের পার্থক্য বুঝতে এবং সহীহভাবে উচ্চারণ করতে পারবে।
৪। মাখরাজওয়ালা হরফ বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারবে ।
৫। যুক্তাক্ষর বিশিষ্ট হরফ চিনতে, বলতে ও পড়তে পারবে ।
৬। আরবী হরফের বিভিন্ন রূপ চিনতে ও পড়তে পারবে ।
৭। আরবী হরফের মিলিতরুপ চিনতে পারবে ।
৮। হরকতের উচ্চারণ করতে পারবে ।
৯। হরকতের ব্যবহার করে পড়তে পারবে ।
১০। তানভীন উচ্চারণ করতে পারবে।
১১। তানভীন ব্যবহার করে পড়তে পারবে।
১২। জযমওয়ালা হরফ উচ্চারণ করতে পারবে।
১৩। জযমের ব্যবহার করে পড়তে পারবে।
১৪। কলকলার হরফ চিনতে পারবে।
১৫। কলকলার হরফ সহীহ উচ্চারণে পড়তে পারবে । 
১৬। তাশ্দীদওয়ালা হরফ চিনতে পারবে ।
১৭। সহীহ উচ্চারণে তাশদীদযুক্ত শব্দ সঠিকভাবে পড়তে পারবে ।
১৮। তাশদীদওয়ালা ও তাশদীদ ছাড়া শব্দের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারবে ।
১৯। ওয়াজিব গুন্নাহ কী তা বলতে পারবে ।
২০। গুন্নাহসহ উচ্চারণ করে কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে ।
২১। মাদ্দ-এর হরফে টেনে পড়তে পারবে ।
২২। কখন গুন্নাহ করে পড়তে হয় এবং কখন গুন্নাহ করতে হয় না তা বলতে পারবে ।
২৩। কোন্ কোন্ হরফ ও শব্দ মোটা এবং কোন্ কোন্ হরফ ও শব্দ চিকন করে পড়তে হয় তা বলতে পারবে ।
২৪। নূনে কুতনী পড়তে পারবে ।
২৫। যথা নিয়মে গোল তা এবং সিক্তা পড়তে পারবে ।
২৬। ওয়াকফের চিহ্নগুলো কী তা বলতে পারবে ।
২৭। কুরআন শরীফ তিলাওয়াতকালে সঠিকভাবে ও যথাস্থানে ওয়াকফ করতে পারবে ।
২৮। কুরআন মাজীদ-এর পরিচয়, পাঠের গুরুত্ব এবং তিলাওয়াতের ফযীলত বলতে পারবে ।
২৯। মক্কী ও মাদানী সূরা কাকে বলে তা বলতে পারবে ।
৩০। সূরাতুল ফাতিহাসহ নির্বাচিত ১০টি সূরা মুখস্থ বলতে পারবে ।
৩১। সূরাতুল ফাতিহাসহ নির্বাচিত ১০টি সূরার বাংলা অর্থ দেখে পড়তে পারবে ।
৩২। সঠিকভাবে ও সহীহ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে ।
৩৩। শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে ‘‘কালিমা তাইয়্যেবা’’ ও ‘‘কালিমা শাহাদাত’’ পড়তে ও মুখস্থ বলতে পারবে ।
৩৪। শিক্ষার্থীরা ‘‘কালিমা তাইয়্যেবা’’ ও ‘‘কালিমা শাহাদাত’’ এর বাংলা অর্থ বলতে পারবে ।
৩৫। শিক্ষার্থীরা নামাযের দু‘আসমূহ যথাস্থানে পড়তে পারবে ।
৩৬। শিক্ষার্থীরা যথা নিয়মে নামায আদায় করতে পারবে ।
৩৭। শিক্ষার্থীরা ইসালামের ভিত্তি, গোসলের ফরয, ওজুর ফরয, তায়াম্মুমের ফরয, ওযু ভঙ্গের কারণ, নামাযের ফরয, নামাযের ওয়াজিব, নামায ভঙ্গের কারণসমূহ বলতে পারবে।
৩৮। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত মাসনূন দু‘আসমূহ পড়তে পারবে ।
৩৯। শিক্ষার্থীরা পাঠ বইয়ে নির্বাচিত হাদীসসমূহ দেখে পড়তে পারবে ।
৪০। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত হাদীসসমূহ মুখস্থ বলতে পারবে ।
৪১। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত হাদীসসমূহের বাংলা অর্থ বলতে পারবে ।
৪২। পাঠের সাথে সংশিস্নষ্ট যে কোন বিষয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত প্রদান করতে পারবে।
৪৩। ইসলামী আদব-কায়দা, গল্প, ঘটনা, বচন, ধাধা ইত্যাদি শিক্ষকের কাছে শুনে বলতে পারবে ।
৪৪। পরিচিত বা জানা বিষয়ে মত বিনিময় করতে ও সিদ্ধামত্ম গ্রহণ করতে পারবে।
৪৫। নিজেদের জানা বিষয়গুলো অন্যদেরকে বলতে পারবে ।
লেখা
১। আরবী হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।
২। নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।
৩। আরবী হরফগুলো সহজভাবে লেখার ৮টি নিয়ম অনুযায়ী লিখতে পারবে।
৪। যুক্তাক্ষর বিশিষ্ট হরফ দেখে লিখতে পারবে।
৫। পাঠ্যপুসত্মকে লিখিত যুক্তাক্ষর ও যুক্তাক্ষর ছাড়া আরবী হরফ ব্যবহার করে লিখতে পারবে।
৬। পাঠ্যপুসত্মকে ব্যবহৃত আরবী যুক্তাক্ষর ও যুক্তাক্ষর ছাড়া হরফের পার্থক্য লিখে দেখাতে পারবে ।
৭। পাঠ্যপুসত্মকে লিখিত আরবী বর্ণের বিভিন্ন রূপ ব্যবহার করে লিখতে পারবে।
৮। হরকত ব্যবহার করে দেখে ও না দেখে লিখতে পারবে।
৯। জযমওয়ালা হরফ লিখতে পারবে ।
১০। পাঠ্যপুসত্মকে লিখিত কলকলার চার্ট দেখে লিখতে পারবে।
১১। পাঠ্যপুসত্মকে লিখিত তাশদীদওয়ালা ও তাশদীদ ছাড়া আরবী শব্দ ব্যবহার করে লিখতে পারবে।
১২। নির্বাচিত সূরা, কালিমা, দু‘আ ও হাদীস শরীফ এবং পবিত্র কুরআন শরীফের আয়াত দেখে দেখে লিখতে পারবে ।

বয়স্ক শিক্ষা

বয়স্ক স্তরের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা
প্রকল্পের বয়স্ক শিক্ষার প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাভিত্তিক পাঠ্যবই রয়েছে। পড়াশিখি-১ম পাঠে পড়া, লেখা, বলা ও শোনা বিষয়ে মোট ২৩টি প্রামিত্মক যোগ্যতা রয়েছে। পড়া শিখি-২য় পাঠ, কায়দা ও আমপারা, আমরা পড়ি আমরা শিখি(ব্যবহারিক তথ্যবার্তা) এবং আমরা শিখি গণিত শিরোনামে মোট ৫টি পাঠ্যবই রয়েছে।