সেবার তালিকা
১। জেলা ও উপজেলা পর্যায়ে পাঠাগার পরিচালনা।
২। মসজিদে পাঠাগার স্থাপন বিনা মূল্যে বই ও আলমারি প্রদান।
৩। সরকারী যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও দুস্থ অসহায়দের মাঝে বিতরণ।
৪। ইমাম ও মুয়াজ্জিনদেরকে ৪৫দিনের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান।
৫। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে আর্ত সামাজিক উন্নয়নে সুযোগ করে দেয়ার জন্য ইমামদেরকে বিনা সুদ ঋণ ও আর্থিক সহায্য দেয়া হয়।
০৬। সন্ত্রাস,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও মাদ্কাসিক্ত প্রতিরোধে আলোচনা সভা,সেমিনার মতবিনিময়সভা, র্যালির আয়োজন করা এবং মসজিদে জুমার খুৎবার পূর্বে ও পরে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়।
০৭। সরকারী ব্যবস্থাপনায় হজে গেমনেচ্ছুদের প্রি-রেজিষ্টেশনের ব্যবস্থা করে হজে গমনে সহায়তা করা হয়।
০৮। বিক্রয় শাখার মধ্যমে সুলভ মূল্যে পবিত্র কুরআনুল কারীম,তাফসীর হাদীস গ্রন্থ,শিশুতোষ বই,অনুবাদ গ্রন্থ,ইসলামী বিশ্বকোষসহ বিভিন্ন বই বিক্রয় করা হয়।
০৯। শিশু কিশোরদেরকে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে সহায়তা এবং ৬ বছর বয়সের শিশুদেরকে অক্ষরসমূহ লেখতে পড়তে ও চিনতে সহায়তা দানের সাথে সাথে ইসলামের মৌলিক জ্ঞান দানের ব্যবস্থা করা হয়।
১০। জাতীয় শিশু ও কিশোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা উপজেলা হতে জাতীয় পর্যায় পর্যন্ত আয়োজন করা হয়।
১১। জেলা জাতীয় চাঁদ দেখা কমিটি কর্তৃক মাসের ২৯ তারিখে চাঁদ দেখে জাতীয় কমিটিতে তৈরি রিপোর্ট প্রদান কর হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS