ইসলামিক ফাউন্ডেশন আর্তসামাজিক উন্নয়নে মসজিদের ইমাম,মুয়াজ্জিন, মউশিক শিক্ষক এবং বেকার নারী ও পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে প্রক্ষিণ দিয়ে েথাকে।
১) ইমাম প্রশিশক্ষণ একাডেমীতে ইমাম ও মুয়াজ্জিনদেরকে ৭টি বিষযে প্রশিক্ষণ দিয়ে থাকে।
ক) ইসলামিয়াত (শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও মাসয়ালামাসায়েল ইত্যাদি)
খ) কৃষি ও বনায়ন।
গ) প্রানি সম্পদ পালন ও মৎসচাষ ( হাসঁ-মুরগী ও পশুপালন ইত্যাদি)
ঘ) পরিবেশ ও সামাজিক উন্নয়ন
ঙ) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পরিবার কল্যাণ ( প্রাথমিক চিকিৎসা ইত্যাদি)
চ) বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
ছ) বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি।
** এ প্রশিক্ষণ গ্রহনের জন্য যোগ্য ইমাম ও মুয়াজ্জিনদেরকে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
২। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দেশের প্রত্যন্ত অঞ্চলে ৩৩টি ইসলামিক মিশন নামে ফ্রি চিকিৎসার কেন্দ্র চাল আছে। ঐ সকল ইসলামিক মিশনে চিকিৎসার পাশাপাশি বেকার মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়।
৩। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিমাসে একবার প্রশিক্ষন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS