নাটোরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ। ছবি: বাসস
নাটোর, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় দিনব্যাপী হজ প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন।
প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনে ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবের প্রতিনিধি মাসুম বিল্লাহ।
উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ সেশনে রিসোর্স পার্সন হিসেবে ইমিগ্রেশন, স্বাস্থ্যবিধি এবং হজের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রাসেল এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান।
জেলা থেকে চলতি বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিত শতাধিক ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS